মার্কিন ভিসানীতি সরকারের ওপর চপেটাঘাত : ফখরুল
- আপডেট সময় : ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
মার্কিন নতুন ভিসানীতি সরকারের ওপর এক ধরনের চপেটাঘাত। এতে আওয়ামী লীগ নেতাদের গলার জোর কমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী নেতাদের লুটপাট করে পাচার করা টাকাই এখন রেমিটেন্সের মোড়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে। তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবানও জানান বিএনপির সিনিয়র নেতারা।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান তুলে ধরে, সরকারকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান।
মার্কিন নতুন ভিসানীতিতে চাপে পড়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। যারা বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিলো, তারা আবারে ভিন্ন মোড়কে বাকশাল কায়েমের পায়তারা করছে বলে জানান তিনি। জিয়ার স্বপ্নের বাংলাদেশে গড়তে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।