মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনেই করোনায় নতুন করে ৭৭ হাজার জন শনাক্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনেই করোনায় নতুন করে ৭৭ হাজার জন শনাক্ত হয়েছে।
আর ২৪ ঘন্টায় সেখানে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ১০ জুনের পর এই প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৯৬৯ জন মারা গেছেন। এ ছাড়া ফ্লোরিডা, সাউথ ক্যারোলিনা ও টেক্সাসেও বৃহস্পতিবার সংক্রমণের হার ঊর্ধ্বমুখি রয়েছে। করোনায় এখন পর্যন্ত এক লাখ ৩৮ হাজার আমেরিকানের প্রাণহানি ঘটেছে। সম্প্রতি আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে মৃত্যুর হিসেবেও বড় সংখ্যা যোগ হবে বলে হুশিয়ারি করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন রাজ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়ে চলছে। সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চল টেক্সাস ও অ্যারিজোনা। সেখানে মর্গগুলো লাশে পরিপূর্ণ হয়ে গেছে। নতুন লাশ রাখার জায়গাও ফুরিয়ে যাচ্ছে। এজন্য কুলার ও হিমায়িতকরণ ট্রেলার আনা হচ্ছে।