মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ১৯ বছর আজ
- আপডেট সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ১৯ বছর আজ। ২০০১ সালের এই দিনে আমেরিকানদের জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার। মার্কিন সরকারের ভাষ্য অনুযায়ী, কথিত ১৯ জঙ্গির হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রের ২ হাজার ৯৭৭ জন মানুষ। চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে জঙ্গীরা। এর ভেতর তিনটি বিমান দিয়ে তারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার এবং পেন্টাগনে হামলা চালায়। বাকি বিমানটি পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর, ঘটনার দিনে সকাল ৮টা ৪৬ মিনিটে আমেরিকান ফ্লাইট-১১ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আছড়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কেউ বুঝতে পারেননি যে এটা হামলা ছিল, নাকি দুর্ঘটনা। সকাল ৯টা ৩ মিনিটে আবারো ইউনাইটেড ফ্লাইট-১৭৫ সাউথ টাওয়ারে আছড়ে পড়ে। দুটি বিমানেই জ্বালানি ভর্তি থাকায় সেগুলো বিস্ফোরিত হয় এবং ভবন দুটিতেও আগুন ধরে যায়। এ সময় ভবনে থাকা অনেক মানুষ লাফিয়ে পড়েন। সকাল ৯টা ৪০ মিনিটে আমেরিকান ফ্লাইট-৭৭ পেন্টাগনে আছড়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অন্যতম সুরক্ষিত এ জায়গাটিতে হামলার পর স্তব্ধ হয়ে পড়ে সবাই। ভয়াবহ ওই হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও হামলার স্থল গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনসহ সর্বস্তরের মানুষ। এরইমধ্যে সেখানে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। এর আগে, বৃহস্পতিবার নাইন ইলেভেন হামলায় নিহতদের স্মরণে পেন্টাগনের সামনে ‘টাওয়ার অব লাইট’ নামে আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়।