মার্কিনিদের চেয়ে বাংলাদেশ বেশি মানবাধিকার সুরক্ষিত রয়েছে : রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৮:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মার্কিনীদের চেয়ে বাংলাদেশ বেশি মানবাধিকার সুরক্ষিত রয়েছে। রাজধানীর একটি হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ মার্কিনীদের মানবাধিকার শেখাবে বাংলাদেশ। দেশের যেখানেই মানবাধিকার লঙ্ঘণ হবে সেখানেই জাতীয় মানবাধিকার কমিশনের উপস্থিতি নিশ্চিতের তাগিদ দেন মো. সাহাবুদ্দিন।
বিশ্ব মানবাধিকার দিবসে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সব সমস্যারই সমাধান সম্ভব।দেশের মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যে সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, মানবাধিকার রক্ষায় বর্তমানে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশ্বের অনেক দেশ ও সংস্থা মানবাধিকারের নামে দ্বিচারিতা নীতি মেনে চলছে বলে অভিযোগ করেন রাষ্ট্রপ্রধান। সকল সংগঠনগুলোকে মানবাধিকার রক্ষায় সজাগ থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।