মালদ্বীপ পার্লামেন্ট নির্বাচনে মইজ্জুর দলের বিশাল জয়
- আপডেট সময় : ০২:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৭৪১ বার পড়া হয়েছে
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর দল- পিপলস ন্যাশনাল কংগ্রেস- পিএনসি বিশাল জয় পেয়েছে। প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেশটির ৯৩ আসনের পার্লামেন্টে পিএনসি’র প্রার্থীরা দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়েছে।
রোববারের নির্বাচনের এই ফল ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে দীর্ঘ দিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনের আরও ঘনিষ্ঠ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের ভোটাররা প্রেসিডেন্ট মইজ্জুর চীনমুখি নীতির প্রতি ব্যাপক সমর্থন দিয়েছে। এবারের নির্বাচনে মোট ৪১ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে মাত্র তিনজন নির্বাচিত হয়েছেন। তারা সবাই মইজ্জুর দল পিএনসির। মালদ্বীপের নির্বাচন কমিশন পার্লামেন্টের যে ৮৬টি আসনের ফল প্রকাশ করেছে তার মধ্যে পিএনসির প্রার্থীরা পেয়েছেন ৬৬টি আসন। পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এ অবস্থান যথেষ্ট। মে মাসের প্রথম দিক থেকে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হওয়ার কথা আছে।