মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে একটি চুক্তির খসড়া অনুমোদন
- আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে মালদ্বীপে স্বাস্থ্যকর্মীদের পাঠাতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাচ্ছেন। মালদ্বীপের সঙ্গে স্বাস্থ্যকর্মী বাংলাদেশের গ্রহণের জন্য একটা চুক্তি। এতোদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী যেতেন। চুক্তিটি ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে চায় মালদ্বীপ। তিনি জানান, মালদ্বীপ থেকে বাংলাদেশী বন্দীদের ফিরিয়ে আনতে চুক্তিও করতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বৈঠকে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার শর্ত অনুযায়ী চিকিৎসা সংশ্লিষ্টদের বিদেশে স্বীকৃতিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিল করতে একটি আইনের খসড়া অনুমোদনও দেয় সরকার। মন্ত্রী পরিষদ সচিব জানান, জেল-জরিমানার বিধান রেখে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।