মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, এবার বিমান বাহিনীর মোট ১১০ জন সদস্য মালীতে যাবেন। এর মধ্যে চারজন মহিলা কর্মকর্তা রয়েছেন। এ সময় দেশের ও বিমান বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে কাজ করার আহবান জানান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।