মাল্টা চাষ করে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের মাল্টা চাষীর
- আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মাল্টা চাষ করে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের বেলগাছা ইউপি’র হরিরামপুর গ্রামের আবু রায়হান ফারুকের। উচ্চ শিক্ষা লাভ করেও চাকরির পেছনে না ছুটে নিজ জমিতে গড়ে তুলেছেন মাল্টা বাগান। চলতি মৌসুমে চার লক্ষাধিক টাকার মাল্টা বিক্রির আশা তার। আবু রায়হানের মাল্টা বাগান জেলায় নতুন করে মাল্টা চাষের সম্ভাবনা জাগাবে বলে আশা কৃষি বিভাগের।
দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়ায় চাকরির আশা ছেড়ে ২০১৮ সালে বাড়ির পাশেই উন্নত জাতের মাল্টা চাষ শুরু করেন উদ্ভিদ বিজ্ঞানে অনার্স-মাষ্টার্স করা আবু রায়হান ফারুক। ভালো ফলনের পাশাপাশি মাল্টার রং, স্বাদ ও দাম ভালো হওয়ায় বাড়াতে থাকেন এর পরিসর। এ বছর ফলন ভালো হওয়ায় মাল্টাগুলোর রং হলুদ বর্ণ করতে ও পোকা-মাকড় এবং জীবানু মুক্ত রাখতে ভরিয়ে রাখা হয়েছে ফ্রুটস ব্যাকিং ব্যাগে। মাল্টা বাগানে সাথী ফসল চাষ করে আয় করছেন বাড়তি টাকাও।
প্রতিদিনই মাল্টার বাগান দেখতে আসছেন অনেকেই। ফলন দেখে বাগান করায় আগ্রহী হওয়ার পাশাপাশি অনুভুতির কথা জানান স্থানীয়রা ।এ বাগানে কাজের সুযোগ হয়েছে ৮ থেকে ১০ জন শ্রমিকের।
মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় আগামীতে জেলায় মাল্টা চাষের পরিধি বাড়ানোর কথা জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা।
আবু রায়হান ফারুকের মাল্টার বাগানটি সাড়ে ৭ একর জমির উপর বিস্তৃত। সাড়ে ৩ বছর আগে শুরু করা এই বাগানে বর্তমানে বারী জাতের মাল্টা গাছ রয়েছে ৩ হাজারেরও বেশি।