মাশরাফির উৎসাহে ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম

- আপডেট সময় : ০৮:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মাশরাফির উৎসাহে ‘পাগলামি’ করে ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম। এশিয়া কাপে টিম শ্রীলঙ্কার পাশাপাশি সাবেক কোচ হাথুরুকেও প্রতিপক্ষ ভেবেছিলেন টাইগাররা। আর ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারাকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন মুশফিক। যদিও মুশফিকের প্রিয় খেলা ব্যাটমিন্টন।ইনস্টাগ্রামের ভার্চুয়াল লাইভ আড্ডায় এমন আরো অনেক মজার স্মৃতিচারণ করেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
বাস্তবতা ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে–প্রিয় সতীর্থদের সাথে এভাবে আড্ডা দিতে হবে সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি বাংলাদেশ ক্রিকেটের দুই কাণ্ডারি তামিম ও মুশফিক। কিন্তু করোনার ভয়াবহতা দিয়েছে তার বাস্তব রূপ। এমন পরিস্থিতিতে স্মৃতিচারণ করতেই ভার্চুয়াল আড্ডায় তামিম-মুশফিক।
ক্রিকেট থেকে দূরে থাকাটা কঠিন। মুশির মতো ক্রিকেটারের জন্যতো আরো কষ্টকর। সরল বাক্য ব্যাট-বলকে মিস করার কথাও জানান মুশফিক। অন্যদিকে, বাস্তবতা মেনে সময়টা উপভোগ করছেন তামিম।
পৌনে এক ঘণ্টার আড্ডায় ক্রিকেটার হওয়ার গল্পের পাশাপাশি এশিয়া কাপে শ্রীংলকা বদ কিংবা এক হাতে তামিমের ব্যাট করার নেপথ্য কাহিনীও ফুটে ওঠে।
ফিটনেস ধরে রাখার কৌশলও শেয়ার করলেন দুজন। একই সাথে সেরা ক্রিকেটার নিয়েও দৃষ্টিনন্দন বিতর্কে জড়ান তারা।
করেনো মোকাবেলায় নিজেদের প্রচেষ্টার কথাও জানান তামিম-মুশফিক। অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান এই দুই ক্রিকেটার।