মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে ঢাকা মহানগরী পুলিশের জনসচেতনতা কর্মসূচি
- আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
“মাস্ক পরার অভ্যাস- করোনামুক্ত বাংলাদেশ” এমন শ্লোগানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে ঢাকা মহানগরী পুলিশের পক্ষ থেকে দেশব্যাপী জনসচেতনতা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
সকালে ঢাকার গুলশানে এই কার্যক্রমের উদ্বোধন করেন গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এসময় তিনি বলেন, সংক্রমণ বাড়ায় করোনা নিয়ন্ত্রণে নো মাস্ক নো এন্ট্রি কার্যক্রমকে প্রাধান্য দিয়ে পুলিশ সদস্যরা কাজ করছে। করোনার স্বাস্থ্যবিধি মানতে সবাইকে সচতেন ও করোনা সম্পর্কে সতর্ক করা হচ্ছে বলেও জানান সুদীপ কুমার চক্রবর্তী। আর মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান বলেন, পুলিশের পাশাপাশি নেতাকর্মীদেরকেও এ কার্যক্রমে পুলিশী সহায়তা করতে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে ঢাকা মহানগরে সব ওয়ার্ড কাউন্সিলরাও জনসচেতনায় সবাইকে উদ্বুদ্ধ করা হবে বলে জানান তিনি।