মাস্ক পড়া ছাড়াই চলাচল করায় কুমিল্লা, সাতক্ষীরা ও পটুয়াখালীতে জরিমানা ও মাস্ক বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ রোধে মাস্ক পড়া ছাড়াই চলাচল করায় কুমিল্লা, সাতক্ষীরা ও পটুয়াখালীতে জরিমানা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় কুমিল্লা নগরীসহ ১৭টি উপজেলায় মাস্ক বিহীন চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে অনেককে বিনামুল্যে মাস্কও বিতরণ করা হয়েছে। জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, করোনার দ্বিতীয় ঢেউ রোধে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। তা নিশ্চিত করতে এ অভিযান।
পটুয়াখালীতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি জেলা সদরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত বসানোর মাধ্যমে মাস্ক না পরা ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের এ ভ্রাম্যমান আদালত পথচারীদের বিভিন্ন উপায়ে সচেতন করছে।
এদিকে, করোনা ভাইরাস মোকাবিলায় সাতক্ষীরায় জুম্মার নামাজের পর মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শহরের রাজারবাগান পূর্বপাড়া আল-মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।