মাহবুব-উল আলম হানিফকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচন থেকে শিক্ষা নেবার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন নব-নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি তার বিজয়কে জনগণের জন্য দীর্ঘদিনের কাজের ফসল দাবি করে বলেন, ভয়কে জয় করেই তিনি নির্বাচিত হয়েছেন।
সকালে বসুরহাট পৌরসভায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় আলোচিত আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জা আরো বলেন, জনগণের সাথে দলের বড় নেতাদের কোন সম্পর্ক নেই। এরা ভোট আসলে কিছু নীতি-নির্ধারককে টাকা-পয়সা দিয়ে মনোনয়ন বাগিয়ে নানা অপকৌশলে নির্বাচিত হয়ে এসে জনগণের সাথে আর সম্পর্ক রাখে না। কারণ তারা আসলে জনগণের ভোটে নির্বাচিত হয় না। এ বিষয়গুলো শীর্ষ নেতাদের বিবেচনায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তার ভাই ওবায়দুল কাদের যেমন নীতি-নৈতিকতা নিয়ে রাজনীতি করেন, তিনিও তেমনি তার অনুসারী।