সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না : হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৭০৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির সমাবেশের সাথে বিদেশীদেরও ষড়যন্ত্র আছে, ইন্ধন আছে। বিএনপি জনগণের সাথে প্রতারণার পর, এখন সমাবেশের নামে দলীয় নেতাকর্মিদের প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে।
সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে গাছের চারা রোপন শেষে হানিফ আরো বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। এই সরকারের ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ আছে ততক্ষণ এ সরকারকে কোন শক্তি সরাতে পারবে না।
মার্কিন সংস্থা আইআর এক জরিপ করে দেখেছে দেশের ৭০ ভাগ মানুষ মনে করে শেখ হাসিনার সরকার সঠিক পথে দেশ পরিচালনা করছে। অতএব যে সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের আস্থা থাকে, সে সরকারের বিরুদ্ধে এসব আন্দোলন করে কিছু করা যায় না।