মা’য়ের ভরণপোষণ না দেয়ায় ছেলে ও ছেলের বৌ গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে মা’য়ের ভরণপোষণ না দেয়ায় ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেয়না দীর্ঘদিন। উল্টো কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে থাকে। এ ঘটনায় মা জহুরা খাতুন সদর থানায় অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশে গতকাল থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ।