মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির জন্মগত স্বভাব : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিএনপি’র জন্মগত স্বভাব বলে সংসদে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার তার প্রতিশ্রুত উন্নয়ন বাস্তবায়ন করছে বলেই মানুষ আওয়ামী লীগকে আন্তরিকভাবে ভোট দিচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ভোট জালিয়াতি ও মানুষ হত্যার দায়ে অভিযুক্তদের উপর জনগণের আস্থা নেই। সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গেল ১৮ জানুয়ারী বসে একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশন। প্রথম দিনেই দেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে ১৪৭ পৃষ্ঠার ভাষণ দেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
এ ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর মঙ্গলবার সংসদে সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার মাঝেও স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনে ৬টি বিল পাশ হয়েছে আর সংসদ সব রাজনৈতিক দলের প্রতিনিধির আলোচনায় ছিল প্রাণবন্ত।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন প্রচেষ্টা উঠে রাষ্ট্রপতির ভাষণে। করোনার শুরুতে সঠিক পদক্ষেপ নেয়ায় অর্থনৈতিক স্থিতীশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে সরকার।
সরকার প্রধান অভিযোগ করেন, নির্বাচনের নামে এখনো প্রহসন করেছে বিএনপি। এমনকি ৭৫ এর পর দেশের মানুষের ভোটাধিকার ছিল না।
করোনার কারণে মুজিববর্ষের আনুষ্ঠানিকতা কমলেও সরকারের উন্নয়ন কর্মকান্ড সময়ের মধ্যেই শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ মারার মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক কেউ নেতা হলে তাদের উপর জনগনের আস্থা থাকে না।
করোনার ভ্যাক্সিন নিয়ে উদ্দেশ্যমূলক সমালোচনারও জবাব দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারআহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।