মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক বাংলাদেশীসহ নিহত দুই
- আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের সীমান্ত এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ের তীব্রতা বেড়েই চলেছে। মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে জলপাইতলী সীমান্তে অবস্থানরত একজন স্থানীয় গৃহবধু এবং এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।অন্যদিকে গত তিনদিনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১১৩ জন সদস্য প্রাণে বাঁচতে অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু কোনারপাড়া এলাকায় এসে আশ্রয় নেয়। এদের সবাইকে নিরস্ত্র করে নিজেদের হেফাজতে রেখেছে বিজিবি।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মুহুর্মুহু গুলি এবং মর্টার শেল বিস্ফোরনের শব্দ। আর বাংলাদেশে বসবাসকারী এপারের মানুষের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা।
সোমবার দুপুরে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে জলপাইতলী সীমান্তে অবস্থানরত স্থানীয় বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম ও অজ্ঞাতনামা এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়। এতে আতংক ছড়িয়ে পড়েছে পুরো সীমান্ত এলাকাজুড়ে।
এদিকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির ৯৫ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের মধ্যে গুরুতর আহত ১২ জনকে বিজিবি’র পাহারায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মিয়ানমার সীমান্তের ওইপারে বসবাসকারী ৪শ’ চাকমা-রাখাইন খাদ্য অভাব এবং ঝুঁকির কারণে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান।