মিয়ানমার সীমান্তে যা ঘটছে তা গ্রহণযোগ্য নয় : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের সীমান্তরক্ষীদের আশ্রয় নেয়া ও মর্টারশেলের আঘাতে দু’জন নিহত হওয়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে যা ঘটছে তা গ্রহণযোগ্য নয়। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সরকারের নীতির কারণে আরাকান আর্মি আর মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে, বিএনপির এমন বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যু এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নরওয়ে ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতের সাথেও বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তরক্ষী বিজিপি সদস্যদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে । সরকারের নীতির কারণে সীমান্ত অরক্ষিত রয়েছে, বিএনপির এমন বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আসন্ন ভারত সফরে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।