মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৬:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬০১ বার পড়া হয়েছে
মিয়ানমারের আরাকানে অভ্যন্তরীণ যুদ্ধে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। ওবায়দুল কাদের জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে সেজন্য চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। নির্বাচনের মতোই মিয়ানমার ইস্যু ও রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার গায়ে পড়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করবে না বলেও জানান ওবায়দুল কাদের।
সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, সীমান্তে যুদ্ধের প্রভাবে যাতে বাংলাদেশে না পড়ে এবং মিয়ানমার যেনো রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেয় এব্যপারে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকে সহযোগিতা চাওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র প্রশ্ন তুললেও, ত্রুটিপূর্ণ হয়েছে দাবি করতে পারেনি। দুদেশই একত্রে কাজ করতে আগ্রহী।
মেট্রোরেল শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি অবান্তর বলেও জানান ওবায়দুল কাদের।