মিয়ানমারের কাউকে আর বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ১৬১৭ বার পড়া হয়েছে
মিয়ানমারের কাউকে আর বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে ‘রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা’ শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। তাদের অভ্যন্তরিন সংঘাতের অস্থিরতার আঁচ এ দেশের ক্যাম্পগুলোতে পড়ছে। তাই– সিদ্ধান্ত হয়েছে, মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আর এদিক থেকেও কাউকে যেতে দেয়া হবে না। এ বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি ও নানা অপরাধ সংঘটিত হচ্ছে জানিয়ে তিনি হুঁশিয়ারি করে বলেন, ক্যাম্পে এসব আর চলবে না। এপিবিএন, পুলিশ, বিজিবি ও রেব যৌথভাবে নিয়মিত টহল দেবে। প্রস্তুত থাকবে সেনাবাহিনী। এদিকে, আজ পুরোদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।