মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং নিজেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা
- আপডেট সময় : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং নিজেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। ২০২৩ সালের আগস্ট পর্যন্ত আগামী জরুরি অবস্থা বজায় থাকতে পারে। এর আগে আগামী দুই বছরের মধ্যে অঘোষিত একটি তারিখে বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন জেনারেল মিন অং হ্লাইং।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছ থেকে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর রোববার তিনি এ ঘোষণা দেন। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর অধীন রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিল আরো জানিয়েছে, কাউন্সিল এখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। সর্বশেষ নির্বাচনে জয়ী অং সান সু চির ক্ষমতাসীন দলকে উৎখাত করে ক্ষমতা দখলের ছয় মাস পর টেলিভিশনে দেয়া ভাষণে মিন অং হ্লাইং এ কথা জানান। পাশাপাশি ১০ সদস্য রাষ্ট্রের অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) মনোনীত যেকোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে তাঁর সরকার কাজ করতে প্রস্তুত বলে জানান মিয়ানমারের এই শীর্ষ সামরিক কর্মকর্তা।