মিয়ানমারের মর্টারশেল বাংলাদেশে পড়লেও সরকারের কোনো পদক্ষেপ নেই : রিজভী
- আপডেট সময় : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৮২ বার পড়া হয়েছে
সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমারের মর্টারশেল বাংলাদেশে পড়লেও সরকারের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছুই ধর্ষিত। মিয়ানমার সীমান্তে নিরীহ মানুষ মারা যায়, কিন্তু সরকার কোন প্রতিবাদ করে না। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিনা রহমানের দাবি, সব জায়গায় দলীয়করণের জন্যই এমন ঘটনা ঘটছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের নারী ধর্ষণের ঘটনাসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যসহ দলের নেতাকর্মীরা।
গণধর্ষণের ঘটনায় জাবিতে ছাত্রলীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, দেশকে রক্ষা করতে এখন কেবল প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নূন্যতম সম্মান নিয়ে বাঁচতে পারবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্যের কাছে গোলামি করতে দেশ স্বাধীন হয়নি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, জিয়া পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন , সরকার ক্ষমতা ছাড়ার ভয়ে আতঙ্কে আছে । ছাত্রলীগকে সরকার ব্যবহার করে অপকর্ম করায় নারী শিশুর নিরাপত্তা নেই বলেও দাবি রিজভীর।