মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগার থেকে দেশে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়ে কারাগার থেকে দেশে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি নাগরিক।
দুপুরে চিন ডুইন নামে মিয়ানমারের একটি বিশেষ নৌ-জাহাজে করে কক্সবাজার শহরের বি.আই.ডব্লিউ ঘাটে এসে পৌছায় তারা।প্রত্যাগমনকারী ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা রয়েছে একজন করে।ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের দেখতে ঘাটে ভিড় জমায় তাদের স্বজনরা।এর আগে ২০২৩ সালের ৩ অক্টোবর দু’দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।