মিশর থেকে সমুদ্রপথে আনা পেঁয়াজের জাহাজ চলতি মাসেই পৌছবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মিশর থেকে সমুদ্রপথে আনা পেঁয়াজের জাহাজ চলতি মাসেই চট্টগ্রাম বন্দরে পৌছবে। এর সাথে দেশি পেঁয়াজ বাজারে উঠলে, দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাইরে থেকে সময়মত পেঁয়াজ না আসায়, একশ্রেনীর ব্যবসায়ি সুযোগ নিয়েছে।
রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে বাণিজ্যে প্রসার ঘটানোর উপায় নিয়ে সেমিনারের আয়োজন করে বিসিআই। এতে যোগ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর দপ্তরের এসডিজি’র মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ ব্যবসায়ি নেতারা।
সেমিনার শেষে পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্যমন্ত্রী।
পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার কারণগুলো তুলে ধরেন তিনি।