মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত
- আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত এবং ১৬৫ জন গুরুতর আহত হয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কায়রো থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণে নীল নদের কাছে তাহতা শহরে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। সোহাগ প্রদেশের ওই শহরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের পেছনে আরেকটি যাত্রীবাহী চলমান ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ দ্রুত সেখানে ৭০টি অ্যাম্বুলেন্স পাঠায়। দুর্ঘটনাকবলিত একটি ট্রেন লুক্সর থেকে আলেক্সান্দ্রিয়া যাচ্ছিল।অপরটি যাচ্ছিল রাজধানী কায়রো থেকে আসওয়ান শহরে। উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ও দীর্ঘ রেল নেটওয়ার্ক রয়েছে মিশরের। সেখানে রেল দুর্ঘটনার ঘটনাও প্রায়ই ঘটে থাকে। ২০১৭ সালেই দেশটিতে এক হাজার ৭৯৩টি রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।