মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন
- আপডেট সময় : ০৯:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে মৃত্যু হয় ৯১ বছর বয়সী সাবেক এই স্বৈরশাসকের।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানায়, গেলো শনিবার হোসনি মোবারকের অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ মারা যান তিনি। ১৯২৮ সালের ৪ই মে জন্মগ্রহণ করেন হোসনি মোবারক। তার আসল নাম মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক। তার বাবা ছিলেন বিচার মন্ত্রণালয়ের একজন ইন্সপেক্টর। হোসনি মোবারক ১৯৮১ সালে আনোয়ার সাদাত নিহত হওয়ার পর মিসরের প্রেসিডেন্ট হন। এরপর টানা তিন দশকের বেশি সময় মিসর শাসন করেন তিনি। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ মিসরে আছড়ে পড়লে ক্ষমতাচ্যুত হন হোসনি মোবারক। অভ্যুত্থানের দিনগুলোতে তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩৯ জন বিক্ষোভকারী নিহত হন বলে আদালতে প্রমাণিত হয়। ফলে ২০১২ সালে নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে আপিল আদালতে বেকসুর খালাস পেলে ২০১৭ সালের মার্চে মুক্তি পান তিনি।