মিয়ানমার মানচিত্র থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো মুছে ফেলেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মিয়ানমার সরকার দেশটির মানচিত্র থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো মুছে ফেলেছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের ম্যাপিং ইউনিট।
এমন একটি গ্রাম হচ্ছে ‘কান কিয়া’। তিন বছর আগে রাখাইনে রোহিঙ্গাদের এই গ্রামে আগুন ধরিয়ে দেয়ার পর পুরো গ্রাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছিল। ম্যাপিং ইউনিট জানিয়েছে, গত বছর মিয়ানমার সরকার সে দেশের নতুন যে মানচিত্র তৈরি করেছে, সেখানে কান কিয়া গ্রামের অস্তিত্ব নেই। ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে মিয়ানমারের সেনা অভিযানের সময় কান কিয়ায় আগুন ধরিয়ে দেয়া হয়। প্রাণ বাঁচাতে সেখানকার বাসিন্দারা গ্রাম ছেড়ে পালিয়ে যান। জাতিসংঘ একে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে। রাখাইনে সর্বশেষ সেনা অভিযানের সময় প্রায় ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়।