মিয়ানমারে এমপি ও চার নেতাকে ফাঁসি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মিয়ানমারে সাবেক এক এমপিসহ চার গণতান্ত্রিক নেতাকে ফাঁসি দেয়ার ঘটনায় দেশটির সামরিক সরকারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সোমবার মিয়ানমারের জান্তা সরকার মৃত্যুদণ্ডের এ রায় কার্যকর করে।
অনেক বছর ধরেই দক্ষিণ এশিয়ার দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের নজির ছিল না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান- মিশেল ব্যাচেলেট এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মিয়ানমারের সামরিক সরকার যেভাবে রাজনীতিবিদদের ধরে ফাঁসি দিয়েছে, তাতে মানবাধিকারের প্রতি দেশটির শাসকদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। এজন্য ভুগতে হবে দেশটিকে।