মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল ‘ক্যু’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির ওপর যে কোনো সময় কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারী দেয়া হচ্ছে তিনদিন ধরে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে নিজ নিজ বাড়ি থেকে শব্দ করে প্রতিক্রিয়া জানান ইয়াংগুনবাসী। এদিকে, সুচির অবস্থান নিয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এরমধ্যে পার্লামেন্টের আরও সদস্যদের আটক করেছে সেনাবাহিনী। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আলোচনায় বসেন সেনাপ্রধান মিন অং লাংই ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। এদিকে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ করায় মিয়ানমারের সঙ্গে সব ধরনের সহযোগিতামূলক সম্পর্ক বাতিল করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।