মিয়ানমারের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সরকার দায়ী : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সরকারের নতজানু পররাষ্ট্র নীতি কারণেই মিয়ানমারের সামরিক ঔদ্ধত্য বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ভৌগোলিক অখন্ডতা অক্ষুন্ন রাখতে সরকারকে মেরুদন্ড সোজা রেখে পদক্ষেপ নেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উত্তেজনা নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী…. সরকারকে মেরুদণ্ড সোজা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।
অবৈধ সরকারের নতজানু ও দুর্বল কুটনীতির সুযোগে মিয়ানমার সামরিক বাহিনীর ঔদ্ধত্যের নিন্দা জানান বিএনপির মহাসচিব।
মিয়ানমার সেনাবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘণ করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
বাংলাদেশের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল।