মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ রায়ের বিপক্ষে ব্যাপক নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।সু চিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর বিরুদ্ধে করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।
এ–সংক্রান্ত একটি মামলায় তাঁকে এ সাজা দেয়া হলো। সহ-আসামী উইন মিন্ট, প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসেস সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি…এনএলডি দলের মিত্র, একই অভিযোগে সোমবার চার বছরের জন্য কারাগারে বন্দী হয়েছেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেওয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। অ্যামনেস্টির ক্যাম্পেইনসের ডেপুটি আঞ্চলিক পরিচালক মিং ইউ হাহ এক বিবৃতিতে বলেছেন, “এইসব মিথ্যা অভিযোগে অং সান সু চিকে দেওয়া কঠোর শাস্তি মিয়ানমারে সমস্ত বিরোধিতা এবং স্বাধীনতার শ্বাসরোধ করার জন্য সেনাবাহিনীর দৃঢ় সংকল্পের সর্বশেষ উদাহরণ।” এদিকে সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ তাঁর বিরুদ্ধে আনা মোট ১১টি অভিযোগের মুখোমুখি করা হয়েছে, যার সবগুলোই তিনি অস্বীকার করেন। এসব মামলার সব কটিতে দোষী সাব্যস্ত হলে এক শ বছরের বেশি কারাদণ্ড হতে পারে সু চির।