মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে এনইউজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্মেন্ট– এনইউজি।
মঙ্গলবার ফেসবুকে ভিডিও বার্তায় এ ঘোষণা দেন ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুআ লাসিলা। সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সংসদ সদস্যরা মিলে চলতি বছর এ ছায়া সরকার গঠন করে। ভিডিও বার্তায় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন লাসিলা। হুঁশিয়ারি দেন, সেনাপ্রধান মিন অং লাইংকে ক্ষমতাচ্যুতের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটানো হবে। লাসিলা বলেন, জাতীয় ঐক্যের সরকার সামরিক জান্তার বিরুদ্ধে ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ শুরু করেছে। সীমান্তরক্ষী ও সেনা সদস্যদের জনগণের সঙ্গে যোগ দিয়ে জনতার শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এদিকে, জেলে থাকা মুসলিম-বিরোধী উগ্র বৌদ্ধ ভিক্ষু- আসিন উইরাথুকে মুক্তি দিয়েছে জান্তা সরকার।