মিয়ানমারের সামরিক নেতাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ
- আপডেট সময় : ০২:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মিয়ানমারের অভ্যুত্থানের সঙ্গে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা আসছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদানও বন্ধ হতে যাচ্ছে। বাইডেন প্রশাসন মিয়ানমারে শক্তিশালী রফতানি নিয়ন্ত্রণ আরোপ এবং মিয়ানমার সরকারের উপকারে আসে এমন মার্কিন ‘সম্পদ’ স্থগিত করবে। অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা এল। অভ্যুত্থান পরিবর্তন করে অং সান সুচিকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। ৮ নভেম্বরের নির্বাচনের রায়কে সম্মান জানিয়ে সামরিক বাহিনীকে অবশ্যই দখলকৃত ক্ষমতা থেকে সরে আসতে হবে।