মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর ও আলশামসের কোনো তালিকা দেননি
- আপডেট সময় : ০৯:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে রাজাকার, আলবদর ও আলশামসের কোনো তালিকা দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তালিকাটি দালাল আইনে অভিযুক্তদের। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের অর্ন্তভুক্ত কারা করেছে সেটি তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া উচিৎ। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন।
প্রকাশিত ১০ হাজার রাজাকারের তালিকায় পরিচিত ও স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম রয়েছে। এ নিয়ে বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জ বরিশালসহ বিভিন্ন এলাকায়। এমন ঘটনার পেছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দ্রুত দোষীদের খুজে বের করতে আহবান জানান তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক মঙ্গলবার জানিয়েছিলেন রাজাকারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিয়ে হুবহু তা প্রকাশ করেছেন। একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, তালিকা তারা দিয়েছেন, কিন্তু সেটা দালাল আইনে অভিযুক্তদের। রাজাকারের নয়। মন্ত্রী বলেন, তালিকাটি দেয়ার পাশাপাশি যাচাই বাছাই করে দেখার জন্যও বলা হলেও সেটা করা হয়নি।