মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নির্মমতাকে ‘জেনোসাইড’ স্বীকৃতি দিতে প্রস্তাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি হানাদারদের নির্মম হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ স্বীকৃতি দিতে প্রস্তাব উঠেছে যুক্তরাষ্ট্রের আইনসভায়।
শুক্রবার দেশটির কংগ্রেসম্যান স্টিভ শ্যাবট প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব আনেন। এ কথা টুইটারে জানিয়েছেন তিনি। তার আনা এই প্রস্তাবে নৃশংস হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্য শ্যাবট টুইটে লিখেছেন, “১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যা কোনোভাবেই ভুলতে দেওয়া যাবে না। প্রস্তাবে বাংলাদেশ সরকারের হিসাবে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ৩০ লাখ শহীদ, ২ লাখের বেশি নারীর সম্ভ্রমহানি এবং প্রায় ১ কোটি মানুষের উদ্বাস্তু হওয়ার কথা বলা হয়েছে।