মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রেরণা জুগিয়েছিল :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রেরণা জুগিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতার রক্তক্ষয়ী ৯ মাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ চলতো। মুক্তিযোদ্ধারা এই ভাষণ শুনতেন, তারা যুদ্ধের অনুপ্রেরণা নিতেন। যারা ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, তারা নির্লজ্জ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি । মুজিববর্ষে বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে আবারো ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি তর্জনী, একটি আহ্বান আর বাংলার স্বাধীনতা। আন্দোলন এত সরল রৈখিক না হলেও একাত্তরের ৭ মার্চের একটি ঘোষণা সেদিন স্বাধীনতার জন্য গণমানুষের আকাংক্ষাকে মরিয়া করে তুলেছিল।
ইতিহাসের সেই অমূল্য দলিল পেয়েছে বিশ্ব ঐতিহ্যের সম্মান। সে ভাষনের স্মরনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভা। বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে যোগ দিলে, নেতাকর্মীরা স্লোগানে বরন করে নেন তাঁকে।
প্রধানমন্ত্রী একাত্তরের ৭ মার্চের স্মৃতিচারন করে তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও ডাকই মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে পেরেছিল।
প্রধানমন্ত্রী বলেন, যারা ৭ মার্চের ভাষণ পরবর্তীতে নিষিদ্ধ করতে চেয়েছিল তারা নির্লজ্জ। সত্যকে কেউ কখনো মুছে ফেলতে পারেনি।
তিনি নেতাকর্মীদের কাছে আহ্বান জানান, মুজিববর্ষ পালন করতে জাতির পিতার স্বপ্ন পূরনে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে হবে।
বঙ্গবন্ধুর ভাষন থেকে অনুপ্রেরণা নিয়ে আদর্শবান হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।