মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ হানিফ ইন্তেকাল করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ হানিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সকাল ১১টায় ঢাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক মোহাম্মদ হানিফ নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৮২ বছর। অধ্যাপক হানিফ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক ঘোষণা করেছে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। কাল সকাল সাড়ে নয়টায় নোয়াখালী জেলা স্কুল প্রাঙ্গনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।