মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দলের মুখে গণতন্ত্র শোভা পায় না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর খুনীদের পৃষ্ঠপোষক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ভাবাদর্শকে ধারণ করা রাজনৈতিক দলের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকার গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সেদিন স্বৈরশাসকের বিরুদ্ধে সাহসী বীরের ভুমিকায় অবতীর্ণ হয়েছিলেন শহীদ নুর হোসেন।
মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ ঢাকা মহানহগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর শহীদ নূর হোসেন বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল।
এ সময় বিএনপিকে য়ড়যন্ত্র আর ক্ষমতা দখলের অপরাজনীতি পরিহার করে রাজনীতির ইতিবাচক ধারায় ফিরে আসার আহবান জানান তিনি।
এছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি প্রধান অন্তরায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।