মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে বিনামূল্যে ঘর পাচ্ছে চার হাজার ৭৬৪ পরিবার
- আপডেট সময় : ০১:৪০:১০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরে বিনামূল্যে ঘর পাচ্ছে চার হাজার ৭৬৪ পরিবার। তবে, এসব অসহায় মানুষের কাছ থেকে তিন থেকে আট হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে মহাজন অথবা এনজিও’র কাছ থেকে চড়া সুদে ঋণ নিচ্ছে তারা। বিষয়টি স্বীকার করে বাস্তবায়ন কমিটির সদস্য জানান, মাটি ভরাটসহ কিছু বিষয়ে বরাদ্দ না থাকায় উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এছাড়া, ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
১০ বছর আগে স্বামীহারা রেনুকার জীবন কেটেছে ভাইয়ের বাড়িতে। বাবার দেওয়া এক শতক জমি পেলেও, তাতে ঘর তুলতে পারেননি তিনি। এবার প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘর পেয়ে অনেক খুশি বিরল উপজেলার ভবানীপুর এলাকার এই নারী। কিন্তু, বিনিময়ে তাকে দিতে হয়েছে আট হাজার টাকা। তাও আবার মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে। একই অবস্থা দিনাজপুরে ঘর পাওয়া অন্য উপকারভোগীদেরও।
মাটি ভরাট এবং আরও কিছু অবকাঠামো উন্নয়নের জন্য উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে জানান, প্রকল্প সংশ্লিষ্টরা।
প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতার দাবি করেন, ইউএনও। প্রকল্পে কোনো ব্যত্যয় হলে, দোষীদের কঠোর শাষ্তির আওতায় আনা হবে বলে জানান, জেলা প্রশাসক। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। জেলায় গৃহহীনদের জন্য চার হাজার ৭৬৪টি দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করা হবে।