মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে

- আপডেট সময় : ০৫:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন পররাস্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এ নিয়ে যা যা পদক্ষেপ নেয়ার দরকার তা নেবে বর্তমান সরকার। এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বাকি তিন হত্যাকারী নামে বেনামে কোথায় আছে তার সঠিক কোন তথ্য নেই। সকল মিশনকে পত্র দিয়ে পলাতক খুনীদের সনাক্ত করতে সরকার জোর চেষ্টা চালাচ্ছে। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।