মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করায় চাপ পড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। সকাল থেকেই চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছে মোটরসাইকেল আরোহীরা। এদিকে, ফেরিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
রোববার সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। কারণে-অকারণে হাজার হাজার মোটরসাইকেল সেতুর এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়ায়। এদের একজন সেতুর নাট বল্টু খুলে ফেলে। সেতুতে টিকটকসহ নানা ধরনের কর্মকান্ড চালায় অনেকে। দুর্ঘটনায় মারা যায় দু’জন। এসব বেপরোয়া আচরণের কারনে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে সেতু বিভাগ। এতে মাওয়া প্রান্তে টোল প্লাজায় ভিড় কমে গেছে।
দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ- পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরো জোরদার করেছে। তবে, ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল আরোহীরা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, প্রথম দিন মাওয়া টোলপ্লাজা দিয়ে মোটরসাইকেলসহ ২৬ হাজার ৫৮৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে, প্রায় এক কোটি ৯ লাখ টাকা টোল আদায় হয়েছে। জাজিরা প্রান্তে ২৪ হাজার ৭২৭টি পার হয়েছে।
এদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে নদী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে মোটরসাইকেল আরোহীরা।
পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করে মোটরসাইকেল আরোহীদের পারপারের সুযোগ দেয়ার অনুরোধ করেন তারা।