মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
মুন্সীগঞ্জ শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে উপজেলার কেওয়াটখালি এলাকার চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২ আরোহী মোটরসাইকেলে চেয়ারম্যান বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দেয়। মোটরসাইকেলের ২ আরোহী সেখানেই মারা যায়।
এদিকে, সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ভ্যানের সাথে নসিমনের সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজাব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।