মুন্সীগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্যে একটি নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মা-মেয়ে হতে পারে। হত্যাকান্ডের পর ঘাতকরা মরদেহ দুটি ফেলে গেছে। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।