মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে নৌকা প্রার্থীর সমর্থকের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ-৩ আসনে প্রতিপক্ষের গুলিতে নৌকা প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। এদিকে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৪ জন আহত হয়েছে। নিক্সন চৌধুরীকে অবরুদ্ধ করার চেষ্টা করে ফরিদপুর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে সহিংসতা, ছড়াচ্ছে আতঙ্ক।
মুন্সীগঞ্জ-৩ আসনের ডালিম সরকার নামে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার।
নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয় প্রচারণায় ব্যবহৃত তিনটি মাইক্রোবাস, সংযোগ কেটে দেয়া হয় প্রচার মাইকেরও।
কুমিল্লা-১০ আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সামনে নৌকার এক কর্মীকে চড় দেয়ায় উপজেলা চেয়ারম্যান শামছুউদ্দিন কালুকে শোকজ করা হয়েছে। এই ঘটনার ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নৌকা স্লোগান দিয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীকে অবরুদ্ধ করার চেষ্টা করে আওয়ামী লীগ প্রার্থী জাফর উল্লাহর সমর্থকরা। বুধবার সন্ধ্যায় নিক্সন চৌধুরী সদরপুর উপজেলার ঢেউখালি থেকে পথসভা শেষে মানিকদহ ইউনিয়নে যাচ্ছিলেন। নিক্সনের গাড়ি বহর দেখে আচমকাই বৈঠা মিছিল করে তারা।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইসহ তার দুই অনুসারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামসহ ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
আচরণবিধি লঙ্ঘণ করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলামকে কারণ দর্শার নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। 8hiy
গোপালগঞ্জ-১ আসনে মুকসুদপুরে একই সময়ে জনসভা আহবান করায় এ ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ ফারুক খান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া এই জনসভায় আয়োজক।
শহরের ব্যস্ত সড়ক বন্ধ করে জনসভার আয়োজন করায় বগুড়া-৬ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। একইদিনে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুকেও শোকজ করা হয়েছে।