মুন্সীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদলকর্মী শাওনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন মারা গেছেন। বাদ জুম্মার পরিবর্তে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজা হবে বিকেল পাঁচটায়। এদিকে, ঘটনায় ১৫শ’ জনকে আসামি করে থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে।
এদিকে, রাতেই নিহত শাওনকে দেখতে হাসপাতালে যান মির্জা আব্বাস, আমানুল্লাহ আমানসহ বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, পতন অবশ্যম্ভাবী জেনেই বিরোধীদের ওপর দমন নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। শাওনের মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিবাদে মুক্তারপুরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবদল।
বুধবার শহরের উপকণ্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাটে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলার করেন স্থানীয় থানার এসআই। ৩১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২’শ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, শ্রমিক লীগ কর্মীর আরেক মামলায় ২’শ জনকে আসামী করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৫ জনকে।