মুশতাক ও মোজাক্কিরকে রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়েছে: মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
জোর করে ক্ষমতায় টিকে থাকতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক মোজাক্কিরকে রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সাথে, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং দায়িত্ব পালনকালে গুলিতে সাংবাদিক মুজাক্কিরের মৃত্যু সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।