মুসলমানের সম্মানে এরশাদ সংবিধানে “রাষ্ট্রধর্ম ইসলাম” যুক্ত করেন
- আপডেট সময় : ০৮:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের ৯০ ভাগ মুসলমানের সম্মানে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সংবিধানে “রাষ্ট্রধর্ম ইসলাম” যুক্ত করেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নবম সংসদে আওয়ামী লীগ সংবিধানের অনেক পরিবর্তন-পরিবর্ধন করলেও এটা বিবেচনা করে ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দেয়নি বলেও জানান তিনি। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন- জাতীয় ওলামা পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাজধানীর গুলশান ইমানুয়েলস সেন্টারে আয়োজন করা হয় জাতীয় পার্টির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় ওলামা পার্টির বার্ষিক সম্মেলন।
এতে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান জিএম কাদের– দেশে ইসলাম প্রতিষ্ঠায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অবদান তুলে ধরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা–দেশে ইসলাম ও মুসলমানদের জন্য এরশাদের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে ধর্মপ্রাণ মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
আগামী ২৮ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা।