মুসলিম বিশ্বের মৌনতা গাজার হামলাকে আরো প্রলম্বিত করছে : ইশফাক ইলাহী চৌধুরী
- আপডেট সময় : ০৮:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ইসরাইলের নির্বাচন-পরবর্তী অভ্যন্তরীণ অস্থির রাজনীতি থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় হামলার নির্দেশ দিয়েছে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহী চৌধুরী। এজন্য তার একটি উপলক্ষ্য দরকার ছিল। তিনি আরো বলেন, বর্বর ওই হামলায় মুসলিম বিশ্বের মৌনতা গাজার হামলাকে আরো প্রলম্বিত করছে। চলমান সংকট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেই কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তিনি।
মসজিদ মসজিদুল আকসার সামনের দৃশ্য ছিল এটি। পবিত্র কদরের রাতে ফিলিস্তিনী মুসলমানরা যখন মসজিদের ভিতর নামাজ পড়ছিলো তখনই এই হামলা চালায় ইসরাইলি পুলিশ।বর্বর ওই হামলার খবর সম্প্রচার করায় ইসরাইলির আগ্রাসন থেকে থেকে রক্ষা পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমও।
শুধুমাত্র ইদুল ফিতরের সকালে ইসরায়েলি বোমা হামলায় ১৭ শিশু ও ৮ নারীসহ কমপক্ষে ৭০ জন নিহত ও ৩৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে, হামাসের হামলায় এক শিশুসহ কমপক্ষে ৬ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
হঠাৎ করে ইসরাইলি এই আগ্রাসনের নেপথ্য কারণ কি? তা জানতেই কথা হয়ে এই নিরাপত্তা বিশ্লেষকের সাথে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের সঙ্গে। তার বলছেন ২৩ মার্চ চতুর্থ সাধারণ নির্বাচনে নেসেটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কনো দল। সরকার গঠনে ২৮ দিনের আল্টিমেটাম রয়েছে নেতানিয়াহুর উপর। ব্যর্থ হলে ক্ষমতা হারাতে পারেন তিনি। দুর্নীতি অভিযোগে বিচারও চলমান আছে তাঁর বিরুদ্ধে।
ওআইসিসহ মুসলিম দেশগুলোর মৌনতা ইসরাইলি হামলায় বিশেষ প্রনোদনা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।সংকট উত্তোরণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসতে হবে বলেও মত দেন তিনি।একটি দীর্ঘ মেয়াদি ও কার্যকর অস্ত্র বিরতি এখন সময়ের দাবী বলেও মত দেন এই বিশেষজ্ঞ।