মৃত্যু ফাঁদে পরিণত সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক
- আপডেট সময় : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মৃত্যু ফাঁদে পরিণত সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক। গত আড়াই মাসে ২০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৪ জনের। আহত হন অন্তত ৩০ জন। প্রতিনিয়ত মহাসড়কে এমন দুর্ঘটনার জন্য আইন অমান্য এবং যান চালকদের বেপরোয়া গতিকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।
গত ১৮ মার্চ দুপুরে সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। এর এক দিন পরই ১৯ মার্চ রাতে সড়কের চিকনাগুল এলাকায় পিকআপের চাপায় অজ্ঞাত ব্যক্তির প্রাণ যায়।
এভাবেই একের পর এক দূর্ঘটনা সিলেট-তামাবিল সড়কের ঝরছে তাজা প্রাণ। শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধরা দ্রুত গতির যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছেন। দিনেরাতে মর্মান্তিক দূর্ঘটনাগুলো স্বপ্ন ধূলিসাৎ করছে নিহতদের পরিবারের।
সড়কে যানবাহন চলাচলে সচেতনতার পাশাপাশি আইন অমান্য করলে চালকের লাইসেন্সে পয়েন্ট কর্তন করলে গতি নিয়ন্ত্রণে আসবে বলে অভিমত বিশিষ্টজনের।
এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত কাজের পাশাপাশি হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্ট বৃদ্ধি ও মনিটরিংয়ের কাজ করছে জেলা পুলিশ।
সিলেট-তামাবিল মহাসড়কে দ্রুত শৃঙ্খলা ফেরাতে না পারলে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের।