মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ছাত্রাবাসে থাকছে মাদারীপুর সরকারি কলেজ শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আবাসন স্থান না থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ছাত্রাবাসে থাকছে মাদারীপুর সরকারি কলেজ শিক্ষার্থীরা। ১০ বছর আগে ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করলেও মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে অসহায় শিক্ষার্থীদের দিনরাত কাটে ভয় আর আতঙ্কে। যদিও কলেজের অধ্যক্ষ বলছেন, নতুন ভবন নির্মাণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে ।
মাদারীপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম মোল্লা। মৃত্যুর ঝুঁকি নিয়ে থাকছেন কলেজ ছাত্রাবাসের ৩১৮ নাম্বার কক্ষে। মাথার উপর প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। একই অবস্থা শিক্ষার্থী রাকিব হাসানের। তাদের মতো প্রায় দেড়শ’ শিক্ষার্থী থাকেন মাদারীপুর সরকারি কলেজের ছাত্রাবাসে। বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনেই বসবাস করতে হচ্ছে।
১০ বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর নতুন ভবন নির্মাণের উদ্যোগ তো দূরের কথা সাধারণ মেরামতও করা হয়নি রুমগুলো। অধিকাংশ জায়গায় দেয়া দিয়েছে বড় বড় ফাটল। ছাদ ও ভিমের পলেস্তারা খুলে বের হয়ে গেছে রড। বাথরুমের পাইপ বেয়ে পড়ছে নোংরা পানি।
কলেজটির অধ্যক্ষ জানান, এরইমধ্যে শিক্ষার্থীদের থাকার জায়গা করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
১৯৮৫ সালে মাদারীপুর সরকারি কলেজ ছাত্রাবাসটির ৪ তলা ভবনের ২৪টি কক্ষ নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।