মৃদু শৈত্য প্রবাহের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি নামবে এ মাসের শেষে সপ্তাহ
- আপডেট সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মৃদু শৈত্য প্রবাহের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি নামবে এ মাসের শেষে সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন জানান, তখন তাপমাত্রা হের ফের না হলেও শীতের অনুভুতি বেশি থাকবে। সকালে আবহাওয়ার সবশেষ আপডেট জানাতে গিয়ে তিনি আরো বলেন, দিনে এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি বেশি হচ্ছে । এদিকে, শীতের প্রকোপে জুবুথুবু হয়ে পড়েছে রাজধানীবাসী। কেবল পেটের দায়ে এবং জরুরী প্রয়োজনেই বাইরে বের হচ্ছেন অনেকে।
রাজধানী ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যেখানে শুক্রবারে ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি। এক দিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে তীব্র শীতে কাঁপছে গোটা রাজধানীবাসী। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। তবে প্রচণ্ড শীত উপেক্ষা করেই রুটি রুজির সন্ধানে নেমেছে নিম্ন আয়ের মানুষ। নগরবাসীর সেবায় যারা নিয়োজিত, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শীতের মধ্যেই দায়িত্বপালন করছেন।
দু’একদিনের মধ্যে তাপমাত্র কিছুটা বৃদ্ধি পেলেও আগামী সপ্তাহেই শীতের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহওয়া অফিস।
সিংক: কাওসার পারভীন, উপ-পরিচালক, আবহাওয়া অধিদপ্তর
ঘন কুয়াশা আর মেঘের কারণে গেল তিনদিন ঢাকায় দেখা মেলেনি সুর্য্যের।